Bengali poem (কৌতুহল মনের মাঝে) |
কিছু গল্প কবিতার আকারে হয়, এই কবিতাটি তার মধ্যে যা আমাদের চারপাশে আমাদের কেন্দ্র করে ঘটছে এটা তারই পরিণাম। এটা আপনাদের কাছে পৌঁছে অবশ্যই আমি উপকৃত এবার আপনারা এটাকে কতটা পছন্দ করেন। তাহলে এই কবিতাটি মন থেকে পড়বেন অনুভব করবেন স্মৃতির সৃষ্টি।
Bengali poem
(কৌতুহল মনের মাঝে)
Bengali poem
(কৌতুহল মনের মাঝে)
কৌতুহল মনের মাঝে
ভাবিনি কখনও মন
ভাববে এতবার তোমাকে
দেখে কি যে মনে হয়
বলতে পারি না তোমাকে
চোখ দুটি দেখিয়া বলি
থাকবে কতদিন নিজে একাকায়
বলিনি কখনও মন
তোমাকে নিজে পেতে চায়
বোঝানো শত বৃথা
তাই বলা হয়নি তোমায়
তুমি ভেবেই চল একাকে
পাশে আমি গভীরতা ঢাকি
প্রথম দেখায় কেপে উঠি আমি
তুমি বলে ওঠো তাই নাকি!
তোমার কাছের হইতে হলে
পারবো না আমি আর
প্রেমের বৃথা স্বপ্ন
দেখিবারে বারবার
তোমায় দেখে মন বলে
কিছু করি তাহার প্রতি
সকাল দুপুর চোখের ওপর
ভেসে ওঠে তারই স্মৃতি
চুপচাপ একাই থাকতে চায়
আমি করি তারে অবহেলা
তাই চুপিচুপি চোখের বদল
হয়ে ওঠে ঘোলামেলা
গভীরতা জানতে চায় মন
সে বলে আর নয়
তাই কথার মাঝে আমায়
তারই গভীরতা জানতে হয়
সে শুধু মনে করে
দিবাস্বপ্নে বৃথা এ জীবন
সত্যিটা সে জানতে পারে
সয়ে যায় বুকের কাপন
ছোট তো বলতে হয়
তাই হাসিঠাট্টা করি
যখন গভীরতা দেখতে পাই
নিজে কেঁদেকেটে মরি।
বোঝা হয়ে ওঠে তখনই
একা না হয় কখনই
অপরের কষ্ট দেখিয়া আমি
পাশে থাকতে চাই চিরদিনই
সময়ের কাছে হেরে যাই আমি
সবারে করি অবহেলা
রোদ পোহানো সকাল যেন
নিজে বুঝি আমি ছন্নছাড়া
অপর ইচ্ছা কিসের আনন্দ
জীবন শুধু তার অপেক্ষায়
খোঁজে লেগে পরি এই বসুধায়
পাবো না কখনও আকাশ জানায়।।
Bengali poem :
like. share & comment...
To stay with me and for new posts, you must do email subscription...
Thanks...
Post a Comment
If you have any queries, please let me know