প্রথম পক্ষ
প্রথম পক্ষ |
আহা আজ গাড়ী চড়িয়া
যাহাতে মোরে নিয়ে পাঁচ
জানালার ফাঁকে দেখি স্বপ্ন,
দেখা হয় বাসা তাঁর চিড়িয়া
কি যে খাবার খায়
সাদা পোস্ত দানার ন্যায়
অন্য পাখি জোর দেখায়
খাবার ছেড়ে তাকে উড়তে হয়,
আজ সকল স্বপ্ন মিথ্যে হল
সকল সত্য খোলা চোখে এলো
বাস্তব ঠিকানায়,
পেরিয়েছি কোশ মাইল দুরে
নিয়ে পাঁচ তিন চাকায় করে
শহর ছেড়ে কোন গ্রামের দোরে
সূর্যকে ছয় সঙ্গী করে
মিষ্টি হাতে জোর স্বরে
ডাক দিলাম মিতাইয়ের ঘরে
এখন ঠাই শান্তিপুরে
বন্ধু আমার ছিচ কাদুনে
কথা হল বসলো আসর
নেমে এলো গোধূলি সন্ধ্যা
ডাক এলো আরেক সন্ধ্যার
সময় স্তব্দ তাকে দেখায়
লাজ হারিয়া ক্ষণিক তাকাই
লজ্জা করে সে পারি দেয়
রাত্রি ভোজ সেরে
একটু কোমর নেরে
আকাশ দেখি তার ভাবনায়,
মনে করি তার রূপে লাবণ্য
দ্বীপের শিখায় চেহারা স্বর্ণ
চাঁদের ন্যায় কোমল বর্ণ
শহরে দেখিনি আর,
মুখে তাহার লাজ রয়েছে
স্মৃতিতে সে রাজ করেছে
মুখে না কোন সাজ রয়েছে
কেন কেউ ভালোবাসবে না তার...
দ্বিতীয় পক্ষ
শীঘ্রই আসবে পড়তে থাকুন,
আমাদের সাথে থাকুন,
যদি কবিতাটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন,
Email Subscription করতে ভুলবেন না কিন্তু
Post a Comment
If you have any queries, please let me know